শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) জুমা নামাজের পরে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উরফা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক হিসেবে খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুস সাকিব, সহ-সভাপতি হিসেবে আরিফুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সুরুজ্জামানকে কণ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক আক্তার উজ্জামান।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সম্মেলনটির শুভ উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু।
ত্রি-বার্ষিক এ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি যথাক্রমে আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু, মোরশেদুল হাসান রবিন, মঞ্জুরুল হক মঞ্জু, ফরহাদ আলী ও মো. খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মো. মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন, মো. তরিকুল ইসলাম ও রাফিকুল ইসলাম; প্রচার সম্পাদক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক মো. নোমান উল হক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মো. রফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আল-আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের কর্মী-সমর্থকগন, বিভিন্ন বয়স ও পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।