ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সম্প্রতী এক টিভি বিতর্ক অনুষ্ঠানে ও দিল্লির আরেক মুখপাত্র নবীন কুমার জিন্দাল টুইটের মাধ্যমে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা গাজীপুর মহানগরীর ঢাকা ময়মনসিংহ মহা সড়কের চান্দনা চৌরাস্তা,টঙ্গী, জয়দেবপুর সহ নগরীর বিভিন্ন স্থানে
বিক্ষোভ মিছিল করেছে নবী প্রেমিক তৌহিদী জনতা। এসময় বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।ভারতের বিরূদ্ধে নিন্দা প্রস্তাব ও ভারতীয় হাই কমিশনারকে তলব এবং ভারতীয় সকল পন্য বয়কটসহ অভিযুক্তদের ফাঁসির দাবী করে।