দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শনিবার (৪ জুন) দুপুর ১২ ঘটিকায় উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ঢাকা মোড় বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ করা হয়।
উক্ত সমাবেশটি উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্র লীগ, সেচ্ছাসেবী সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।