শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের নতুন অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ৩১মে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় আয়নাপুর বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ। কাংশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বাজেট সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আয়নাল হক, ইউপি সদস্য গোলাপ হোসেন, মুসা সরদার, শাহ আলী, হানিফ আলী, শাহজাহান, গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে ইউপি সচিব মোঃ হুমায়ুন কবির ২০২২- ২৩ নতুন অর্থবছরের আয় ব্যায় তুলে ধরে ২ কোটি ৩৮ লক্ষ ৮ হাজার ৪ শত টাকার বাজেট ঘোষনা করেন। এ অনুষ্ঠানে ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত সদস্যাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জামে মসজিদের ইমাম ও খতিবগণ সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।