গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে না দেওয়ায় চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
আজ মঙ্গলবার (৩১ মে) উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ ব্যাপারে জানান, সুবিধাবাদি কিছু মানুষের ইন্দনে চালকরা মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সুবিধাবাদিদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছে।