গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৮তম শাহাদাৎ বার্ষিকী ও স্মরণ সভায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সারাজীবন আহসান উল্লাহ মাস্টার মানুষের ভাগ্য উনয়নে কাজ করেছেন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত ও আপোষ করেননি। আমিও তার রেখে যাওয়া আদর্শ থেকে বিচ্যুত হইনি। তার আদর্শ নিয়ে আমি প্রধানমন্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার প্রার্থীকে জয়ী করতে যুবলীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
শনিবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ আয়োজিত ঐতিহাসিক রাজবাড়ী মাঠে স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ও এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আজমত উল্লা খান, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি এডঃ মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, সাবেক ছাত্রনেতা এবিএম নাসির উদ্দিন নাসির, মোঃ
আফজাল হোসেন সরকার রিপন, , মোঃ জাহিদ আল মামুন, মহিউদ্দিন মহি, যুবলীগ নেতা সুমন আহমেদ শান্ত বাবু, মহিলা লীগ নেত্রী সেলিনা ইউনুস, শ্রমিক লীগ নেতা আব্দুর মজিদ বিএসসি, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন হেলাল, মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ মসিউর রহমান বাবু , যুব লীগ নেতা কাইয়ুম সরকার, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
বীর মুক্তি যোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্বরণ সভায় আওয়ামী যুবলীগের হাজার হাজার নেতাকর্মীরা ফেস্টুন প্ল্যালেকার্ড ব্যাণার নিয়ে অংশ গ্রহণে জনসমাবেশে পরিণত করেন।