গাজীপুর মহানগরে প্রাইভেটকারে করে তিনটি গরু ‘চুরির’ চেষ্টা হয়েছে । পরে গরুসহ প্রাইভেটকারটি আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গাজীপুর মেট্রো সদর থানার এসআই সামীর হাসান খান জানান, শুক্রবার ভোরে গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের ভারারুল বটতলা এলাকা থেকে প্রাইভেটকারটি আটক করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এস আই সামীর প্রভাতকে জানান, প্রাইভেটকারটি ভাবারুল বটতলা এলাকা অতিক্রম করার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তখন তারা ধাওয়া দিয়ে গরুসহ গাড়িটি আটক করে থানায় খবর দেয়।
পুলিশ এলাকাবাসীর সহায়তায় গাড়ির ভেতর থেকে জীবিত অস্থায় তিনটি গরু উদ্ধার করে। পরে গরু ও গাড়িটি থানায় নেওয়া হয়। ওই প্রাইভেটকারে করে গরুগুলো চুরির চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে ।
তিনি বলেন, প্রাইভেটকার থেকে একজনের পরিচয়পত্র ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।