ঝিনাইগাতীতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনায় চলছে জমজমাট ব্যবসা। স্থাপনা গুলো গড়ে তোলা হয়েছে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাঁপাঝোড়া গ্রামে শা হাতী ব্রীজের পশ্চিম পার্শে। তারা সরকারি রাস্তার উপর অবৈধভাবে ঘর উঠিয়ে বসবাস করছেন।
এতে যেমন রয়েছে সেখানে, সরক দূর্ঘটনার আশংকা। আর দখলে নিচ্ছে রাস্তার সরকারি জায়গা, পাশাপাশি নষ্ট হচ্ছে রাস্তার পরিবেশ। এই অবস্থায় কেউ প্রতিবাদ করছেন না। আর এ অবস্থায় প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয়া না হলে- পরবর্তী সময়ে এই রাস্তাটি জনগণের অবৈধ স্থাপনায় পরিপূর্ণ হতে পারে।
এমতাবস্থায়, রাস্তার পরিবেশ বাঁচানোর সার্থে ও যান বাহনের দূর্ঘটনা এড়াতে, এসব অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ জুরুরি প্রয়োজন। বিশেষ করে ঝিনাইগাতী থানার মোড় হতে – ধানশাইল বাজার পর্যন্ত রাস্তার পাশের দোকান ও বসবাসরত বাড়ি গুলোর প্রতি সংশ্লিষ্ট ( ভূমি) কর্মকর্তাও পাশাপাশি সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো।