শেরপুরের ঝিনাইগাতীতে কাল বৈশাখী ঝরে উড়িয়ে নিল এক দিন মুজুর আবু ছিদ্দিক এর বসত বাড়ি । মোঃ আবু ছিদ্দিক, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ডেফলাই গ্রামের – মৃত্যু আবুল মুন্সির দ্বিতীয় ছেলে। আবু ছিদ্দিক পেশায় একজন দিন মজুর। দৈনিক অন্যের বাড়িতে কাজ করে কোন মতে চলে তার সংসার।
হঠাৎ করে, বৈশাখ যেন – তার জিবনের কাল বৈশাখ হয়ে দাড়ায় এবং কাল বৈশাখী ঝরে উড়িয়ে নিয়ে যায় আবু ছিদ্দিক এর বাড়ি, আর রইলো না তার মাথা গুজার ঠাঁই।
যানা যায়, আবু ছিদ্দিক এর কোনো থাকার মতো ঘর ছিলনা, এলাকার লোকজন এর সহযোগিতায় তাকে থাকার মতো একটা টিনের ঘর তৈরি করে দেন। আর – আবু ছিদ্দিক তার বৌ ছেলে ও মেয়ে নিয়ে সেই ঘরে – বসবাস করেন।ভালোই কাটছিলো তার জিবন সংসার, কিন্তু হঠাৎ তার জিবনে নেমে আসে কালো ছায়া এতে – ভেঙে চুরমার হয়ে গেল তার পরিবারের সুখের সপ্ন।
এমন অবস্থায় দিশেহারা অবস্থায় হয়ে পরেছেন আবু ছিদ্দিক এর পরিবার, ৩ টা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে কি করবে, আর এলাকার লোকজন তাদের কি বার বার সাহায্যের হাত বাড়িয়ে দিবে।
এরপরও নিরুপায় হয়ে আবু ছিদ্দিক জিবন বাচানোর তাগিদে আবারও এলাকার প্রভাবশালী ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট উর্ধোতন কর্মকর্তাদের সু দৃষ্টি ও সাহায্যের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এবং নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অসহায় আবু ছিদ্দিক সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করেন।
(০১৭৩৯.৬২৯৭৫০)