ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের বিরামপুরে সেমি-পাকা ঘর পেল ১৯৫টি পরিবার।
(২৬ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১টায় গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ-চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেস কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।