মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজনে চা চক্র অনুষ্ঠিত বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ কৃষকঃ রাজধানীর উত্তরায় বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ বিরামপুরে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বিরামপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নে মাৎস্য প্রকল্প ও বাঁধ নির্মাণে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন: চেয়ারম্যান হাবিবুর রহমান এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে! সচল হতে যাচ্ছে দেশের পরিত্যক্ত সাত বিমানবন্দর টঙ্গীতে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নকলা পৌরসভায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | সময়ের দেশ

রেজাউল হাসান সাফিত, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে

জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান ধর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র হাত কে শক্তিশালী করো” সেবা শান্তি প্রগতি “স্বেচ্ছাসেবক লীগের মূল নীতি “এই শ্লোগানকে সামনে রেখে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নকলা উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় নকলা উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে এই বর্ধিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার,শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল , নকলা উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ইন্দ্রজিত কুমার ধর সুভাষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ৫নং বানেশর্দী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য সাবেক কলেজ ছাত্র লীগের সভাপতি আইয়ুব খান, নকলা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, নকলা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আলম বিদুৎ , নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব ,নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জোবায়ের আলম ।

প্রধান অতিথি নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা র অত্যন্ত জনপ্রিয় ও সেবামূলক সংগঠন হিসেবে সুনাম অর্জন করেছে ইতিমধ্যে । সেই সাথে নকলায় বেগম মতিয়া চৌধুরীর রাজনৈতিক কর্মসূচী আরো গতিশীল করতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র উন্নয়ন কর্মকান্ড ও নকলা নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি মন্ত্রানালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী র দিক নির্দেশনা তুলে ধরার লক্ষ্যে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতি আহ্বান জানান। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী গড়ে তুলতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব বলেন, শেরপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের রাজনৈতিক কার্যক্রম আরো জোরদার করে প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি সংগ্রাম আন্দোলন ও আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র হাত কে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন নকলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন , সহসভাপতি আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ অনেকেই ।

নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজিব হাসানের সঞ্চালনায় আজকের এই বর্ধিত আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী হাফেজ মাওলানা মিনহাজ আলী । এরপর নকলা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মোনাজাত শেষে সকলের অংশগ্রহণে প্রায় হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আজকের এই মতবিনিময় সভা কে সাফল্য মন্ডিত করতে অক্লান্ত পরিশ্রম করে শুরু থেকে শেষ পর্যন্ত দ্বায়িত পালন করেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনজুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজীব,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান শান্ত, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজিব হাসান সহ অনেকেই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102