২১এপ্রিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এড, আকম মোজাম্মেল হক এমপি বলেন, যথাযথ দায়িত্ব পালন ইবাদতের সমতুল্য। দৈর্য, সহনশীলতার মাধ্যমে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানিয়ে, তিনি জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা, পরস্পরের জন্য দোয়া ও সুস্বাস্থ্য প্রার্থণা করেন।
২১এপ্রিল সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তি যুদ্ধ বিষয়ক মন্রী এ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন ।
গাজীপুর জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর বিজ্ঞ জেলা ও দায়রা জর্জ মমতাজ বেগম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ , গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনা মোঃ জাকির হাসান প্রমুখ ।
পরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা কামরুল ইসলাম দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত করেন ।
জিসিসি’র ভারপ্রাপ্ত মেয়র,মোঃ আসাদুর রহমান কিরণ, ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা , আওয়ামী লীগ, রাজনীতিবিদ, বীর মুক্তি যোদ্ধা, বুদ্ধিজীবি ও বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।