রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ২২ এপ্রিলের মধ্যে তৃণমূল সাংবাদিকদের সমুদয় পাওনা পরিশোধের আহ্বান জানিয়েছেন।
আরজেএফ চেয়ারম্যান বলেন, তৃণমূল পর্যায়ে বিশেষ করে জেলা উপজেলায় কর্মরত বেশিরভাগ সাংবাদিক তাদের প্রতিষ্ঠান থেকে কোন বেতন ভাতাদী পায় না। আবার দেশের স্বনামধন্য বেশকিছু গণমাধ্যম প্রতিষ্ঠান জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানী প্রদান করে থাকেন। তৃণমূল সাংবাদিকরা সংবাদ সংগ্রহের পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করে তার প্রতিষ্ঠানে প্রদান করে থাকেন। ঐ বিজ্ঞাপনের আয় থেকে প্রতিষ্ঠান প্রতিনিধিকে নির্দিষ্ট কমিশন প্রদান করে থাকেন। এছাড়াও গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধিরা কমিশন ভিত্তিক কাজ করে থাকেন। এসব গণমাধ্যম কর্মীদের সম্মানী ও বিজ্ঞাপন বাবদ কমিশন আগামী ২২ এপ্রিলের মধ্যে পরিশোধের জন্য গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। আরজেএফ চেয়ারম্যান আরো বলেন, তৃণমূল সাংবাদিকরাও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিকভাবে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল উৎসব পালন করতে চায়। তারই ধারাবাহিকতায় আগামী ঈদ-উল ফিতর উদযাপনেও তারা পরিবার পরিজন নিয়ে সকলের সাথে সম্মিলিতভাবে উৎসব পালনের প্রত্যাশা করেন।
যথাসময়ে বিজ্ঞাপন বাবদ কমিশন ও সম্মানী পরিশোধ করলে তৃণমূল সাংবাদিক ও বিজ্ঞাপন প্রতিনিধিরা নির্বিঘ্নে তাদের উৎসব যথাযথভাবে পালন করতে পারবে।