দিনাজপুরের বিরামপুরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ ও মাতৃত্ব মৃত্যুর হার হ্রাস বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(২০ এপ্রিল) বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর – ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
উপজেলা এ্যাকাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সঞ্চালিত ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বিরামপুর, দিনাজপুর আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) ডাঃ মোঃ মাহমুদুর রহমান, রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল-ইসলাম, মমতাজ বেগম, ডাঃ খাদিজা নাহিদ ইভা, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, ডাঃ তাহেরা খাতুন, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, সিনিয়র সাংবাদিক ডাঃ নূরল হক প্রমুখ।
এ সময় বক্তরা মাতৃত্ব মৃত্যুর হার উর্ণিত করতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিয়ে গিয়ে নিরাপদ প্রসব করণের বিষয়ে উপস্থিত ইউনিয়ন জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীসহ সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।