গাজীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ উপলক্ষ্যে ১ লা বৈশাখ বর্ণাঢ্য মংগল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে মংগল শোভাযাত্রাটি জয়দেবপুর রেলগেট হয়ে রাজবাড়ি মাঠে এসে শেষ হয়। র্যালিত আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর, জনাব এস. এম শফিউল্লাহ, পুলিশ সুপার, গাজীপুর, জনাব জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যগণ অংশগ্রহণ করেন।
এরপর রাজবাড়ি মাঠে বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করা হয়।
এসময় শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।