ট্রাকের চাপায় গাজীপুর সিটি করপোরেশনের এক প্রকৌশলী নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আনিকা তাবাসসুম নগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার মাসুদ আলমের মেয়ে ও জিসিসির ৬ নম্বর জোনের উপ-সহকারী প্রকৌশলী।
বাসন থানার এসআই আল-আমিন জানান, আনিকা চান্দনা চৌরাস্তার অফিস থেকে তার বন্ধু আবদুল্লাহ আল ইমরানের সাথে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে চাপা পড়ে মারা যান।
এসআই আরও জানান, এ ঘটনায় আহত ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন।