দিনাজপুরের বিরামপুরে (১৩ এপ্রিল) বুধবার দুপুরে নারীর ক্ষমতায়ন ও নারীদের পারিবারিক সাফল্য অর্জনে এডিপির অর্থায়নে উপজেলা চত্বর ও অডিটোরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকের মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, অসহায় পরিবারের মধ্য স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণে রিং স্লাব, নারীদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, ফ্যান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু পৌর মেয়র আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নারু গোপাল কুন্ডু, সংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সহ সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ সাংবাদিক ডাঃ নূরুল হক, মাহমুদুল হক মানিক, রিপন মানিক চৌধুরী, মাহবুবুর রহমান , উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারন সম্পাদক বকুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।