শেরপুরের ঝিনাইগাতীতে লেবু জাতীয় ফসল বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে চারা বিতরণ। ১২/৪/২০২২ ইং রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা ( কৃষি) অফিসার, মোঃ হুমায়ুন কবির, ও সহকারী ( কৃষি) কর্মকর্তা মোঃ ফরহাদ হোসাইন সহ আরও অনেকে।
জানা যায়, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে এ জাতীয় চারা বিতরণ করা হয়। প্রতি একজন কৃষককে পাঁচ শতাংশ জমির জন্য লেবু জাতীয় ফলের ১৫ টি করে চারা দেওয়া হয়।এভাবে দুই দিনে মোট ৬০ জন কৃষককে লেবু জাতীয় ফলের চারা দেওয়া হবে।
উপজেলা ( কৃষি) মোঃ হুমায়ুন কবির বলেন, ঝিনাইগাতী উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মোট ৬০ জন কৃষকের মাঝে – মোট ৯০০ শত লেবু জাতীয় ফলের চারা দেওয়া হবে। পাশাপাশি লেবু জাতীয় ফসলের যেন কোনো ক্ষতি না হয়। তাই প্রশিক্ষণে মাধ্যমে কৃষকদের মাঝে চারা দেওয়া হয়।
যাতে করে এ-ই লেবু জাতীয় ফসল থেকে কৃষক লাভবান হতে পারে।
কৃষকেরা বলেন, আশা করি আমরা এ-ই লেবু জাতীয় ফসল করে অনেক লাভবান হতে পারবো – ইনশাআল্লাহ। পরিশেষে কৃষকরা – উপজেলা ( কৃষি) অফিসার, মোঃ হুমায়ুন কবির সহ সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।