ট্রাফিক পুলিশের হাতে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) গাড়িচালক হিরা মিয়া মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে মারধরের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যাহার হওয়া দুই ট্রাফিক পুলিশ কনস্টেবল হলেন- নুর মোহাম্মদ এবং ইউসুফ আলী। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক হিরা মিয়া সরকারি গাড়িতে জেলা প্রশাসকের দুই সন্তানকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। গাড়িটি রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় মোড়ে এলে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন। এ সময় চালক ট্রাফিক পুলিশকে জানান, গাড়িতে জেলা প্রশাসকের দুই মেয়ে রয়েছে।
এ নিয়ে কথা কাটাকাটির জেরে ট্রাফিক পুলিশ সদস্য ডিসির গাড়িতে লাঠি দিয়ে আঘাত করলে চালক হিরা মিয়া প্রতিবাদ করেন। একপর্যায়ে হিরা মিয়াকে লাঠি দিয়ে আঘাত করে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামাতে উদ্যত হন কনস্টেবল নুর মোহাম্মদ এবং ইউসুফ আলী। পরে চালক গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে ডিসির বাসভবনে চলে যান।
ট্রাফিক পুলিশের হাতে ডিসির গাড়িচালক হিরা মিয়াকে মারধরের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সব কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। জেলা প্রশাসন কার্যালয়ের পরিবহন পুলের চালক ও কর্মচারীরা এ ঘটনাকে কেন্দ্র করে আধাঘণ্টা ধরে রাজবাড়ি সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারী কর্মচারীদের বুঝিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।