বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, গণমাধ্যম দেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপন্ন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, ভোক্তার অধিকার সংরক্ষণ ও ব্যবসায়ীদের ভূমিকা বেশি বেশি প্রচার করার গুরুত্তারোপ করেন ।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান আলোচক বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাড. দেওয়ান মোঃ আবুল কাশেম, নিরাপদ সড়ক চাই জেলা শাখা সভাপতি ডা. মোঃ লোকমান হোসেন, গাজীপুর জজ কোর্টের এপিপি হাজ্বী এ্যাড. মোঃ আতাউর রহমান আকাশ, এ্যাড. মোঃ লাবীব উদ্দিন, গাজীপুর প্রেস ক্লাবের( এক অংশের) সাধারণ সম্পাদক মোঃ রাহিম সরকার, মোঃ শাহীন মোল্লা, যুবলীগ নেতা মোঃ হানিফ উদ্দিন তালুকদার, প্রমুখ।
৮ এপ্রিল সন্ধ্যায় শহরের রাজবাড়ী রোডস্থ ফুট পার্কে সংগঠনের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গণি মিয়া বাবুল ক্লাবের নিহত কর্মকর্তা কর্মচাারি ও সদস্যদের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করে মোনাজাত করেন।
,