বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৪৭ জন উপকারভোগীকে ১৪ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণদান করা হয়। ৫ রোগীর প্রত্যেক ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করা হয়।
(৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও পজিটিভ বিডি নিউজ ২৪ ডটকম প্রকাশক-সম্পাদক মোরশেদ মানিক।
উক্ত অনুষ্ঠানে ২ জন ক্যান্সার রোগী মাহমুদপুরের মোরসেদা বেগম ও প্রাণ্নাথপুরের আকলিমা, স্ট্রকে প্যারালাইসিস জন ২ রোগী ইসলামপাড়ার বেলাল হোসেন ও শামীম আকতার এবং কিডনী রোগী পূর্বজগন্নাথপুরের জাহানারা বেগম।
প্রত্যেকের হাতে সরাসরি ৫০ হাজার টাকার এ্যাকাউন্টপেয়ী চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, সঞ্চালক ও অতিথিবৃন্দ।