গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের শিমুলতলীর চত্বর নয়াপাড়ায় মেসার্স শিউলি এন্টারপ্রাইজ ও মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের ঠিকাদারী প্রতিষ্ঠানের গোডাউন ও অফিসে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে মালিক ও কর্মচারীদের চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত জখম করে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নং ০৭(০৪)২২।
মামলা সূত্রে জানা যায়, মেসার্স শিউলি এন্টারপ্রাইজ ও মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান দুটির অফিসও গোডাউন গাজীপুর মহানগরের শিমুলতলীর চতর নয়াপাড়া কাঁচা বাজার রোডে অবস্থিত। দীর্ঘদিন যাবৎ ঠিকাদার প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করে আসছে। গত মঙ্গলবার ৫ এপ্রিল সন্ধ্যায় টাকশালের ওয়েস্টেজ মালামাল উক্ত গোডাউনে নামানোর সময় পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় আলামিন- পিতা মৃত শফি, আজিজুল- পিতা নুরুজ্জামান মুন্সি, সাক্কু- পিতা হালিম, খায়রুল বাশার -পিতা ইকবাল, ফাহিম- পিতা অজ্ঞতা, মেহেদী- পিতা অজ্ঞাত, মোঃ বাবু মিয়া -পিতা আবদুল বারেক সহ আরো ১৫/২০ জন উক্ত গোডাউন ও অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার আনিসুর রহমানসহ ৪/৫ জন কর্মচারীকে গুরুতর আহত করে। আহতদের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা নগদ ৫ লক্ষ্য ৫০ হাজার টাকা ও দুটি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং মালিক ও কর্মচারীদের খুন জখমের হুমকি দেয়। এসময় জনতা হাতেনাতে বাবু মিয়া নামে একজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃত বাবু মিয়া জানায় তাদের গডফাদার আছে, তাদের নির্দেশে তারা এ কাজ করেছে।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, উক্ত ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুজন আসামি গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।