শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ শীর্ষক পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও (এইও) মো. মাহামুদুল হাসান মুসা, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
দিনব্যাপী এই কর্মশালায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন পাট চাষিকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সবাইকে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।