দিনাজপুরের বিরামপুরে রমজান উপলক্ষে ফুটপাত দখলমুক্ত অভিযান ও হোটেল রেস্তোরাঁ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার।
৩ এপ্রিল (রবিবার) বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার বিভিন্ন স্পটে ফুটপাতে দখলমুক্ত অভিযান পরিচালনা করেন। রমজানের পবিত্রতা রক্ষায় রোজাদারদের মানসম্মত ভেজালমুক্ত ইফতারি প্রদানের নিমিত্তে বিভিন্ন হোটেল রেস্তোরা পরিদর্শন করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার দুই বস্তা যৌন উত্তোজক সিরাপ জব্দ সহ এক ব্যবসায়ীকে আটক করে ১০ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী উপজেলার ধনসা গ্রামের রুহুল আমিনের পুত্র মহব্বত সদ্দার।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আবুল কালাম আজাদ, বিরামপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ মামুন, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, আবু তাহের প্রমুখ।