শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবস’টি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পুলিশ, আনসার-,ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্লস গাইড সমন্বয়ে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন শেষে, প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,ও প্রমান্য চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা এবং সুধী সমাজ একাদশ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম), বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদল ইসলাম প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে এ অনুষ্ঠানে উপজেলার ১৪০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হিসেব সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাদ্য সরবরাহ করা হয় এছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির,গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়।