শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১’টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন উপজেলা পরিষদ। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে কন্সেন্ট্রেটর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদটট চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের পক্ষথেকে ২০২০-২১ অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাইকা’র অর্থায়নে এসব কন্সেন্ট্রেটর হস্তান্তর করা হয। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম সাংবাদিকদের বলেন, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের অওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তরিত করা হল।প্রাক্কলিত বাজেট:১২,৬৪,৯৪৯/- চুক্তি মূল্য: ৯,৬০,৩০০/-,উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছর। কারিগরী তত্ববধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির শাহিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম,উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ। তিনি সাংবাদিকদের আরও জানান উপ-প্রকল্প, উপজেলার চেঙ্গুরীয়া কালিবাড়ি হইতে ঝিনাইগাতী বাজার,হইতে রাংটিয়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে সোলার ষ্ট্রীট লাইট স্থাপন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উঁচু নিচু বেন্স সরবরাহ করা হবে বলেও জানান তিনি।