গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২কেজি গাঁজা ও ২০০থশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গেছে,
২১ মার্চ সোমবার দুপুরে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রফিকুল ইসলামথর নির্দেশে টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াছিন আরাফাত (২২) কে ০২(দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করে জিএমপি টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে ।
অন্যদিকে ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর থানার মাওনা উত্তর পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তানিয়া (২৮) কে ২০০(দুইশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তবে তানিয়ার স্বামী মামুন পলাতক রয়েছে। এদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।
এ ব্যাপারে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।