১৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য র্যালী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জয়দেবপুর থানা রোডস্থ নিজস্ব কার্যালয় থেকে শুরু করে ঐতিহ্যবাহি ভাওয়াল রাজবাড়ী গাজীপুর প্রেসক্লাব রথখোলা হয়ে শহরের শিববাড়ি মোর মুন্সিপাড়া দিয়ে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এসে ক্লাবের কার্যকরী সভাপতি কাজী মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাখেন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাবু, মুন্সিপাড়া এতিম খানার সভাপতি সাইদ হোসনে চৌধুরী, ক্লাবের কার্যকরী সভাপতি আবুল বাশার পলাশ, সহসভাপতি সাইফুল ইসলাম মানিক, মনির হোসেন সরকার, তারেক রহমান জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌফিক ইসলাম, ক্লাবের সদস্য তাসলিমা নয়ন, বিলকিস আক্তার, লিজা প্রমুখ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শে আলোকিত হোক আমাদের প্রতিটি শিশুর জীবন।
##