১৭মার্চ, গাজীপুরে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ।
গাজীপুর জেলা প্রশাসন “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার ‘সকল শিশুর সমান অধিকার। ”
এ-প্রতিপাদ্য বিষয়ের গুরুত্বারোপ ও যথাযথ মর্যাদা সহিত বিভিন্ন কর্মসূচি পালন করেন।
সকালে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, উপ-পুলিশ কমিশনার মো.জাকির হাসান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ নয়ন, অবঃ প্রাপ্ত অধ্যক্ষ এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন ।
এরপূর্বে অতিথিবৃন্দ ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মুক্তির উৎসব ও সূর্বণজয়ন্তী মেলার উদ্বোধন করেন ।