আজ বুধবার ১৬ মার্চ, তেল, চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদেচ্ ও সারা দেশে স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত।
সকালে ডিসি কার্যালয় সংলগ্ন সড়কে দ্রব্যে মূল্য বৃদ্ধির প্রতিবাদেচ্ ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি গাজীপুর জেলা শাখা আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, ওয়ার্কাস পার্টির নেতা আজগর আলি,মোঃ রহিম উদ্দিন প্রমুখ।
বক্তারা, চাল ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মজুদ্দার,চোরা কারবারি সিন্ডিকেট চিন্হ্নিত করণ, ন্যায্যমুল্য ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর জোর দাবি জানান।