গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডস্হ কেওয়া পূর্ব খন্ড এলাকার চিটাগাং ডেনিম মিলস লিঃ নামক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ওই কারখানার উইভিং ফ্লোরের ডাস্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া রাজ।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েকজন এডমিন জানান, কারখানাটির ইউভিং ফ্লোরে প্রায় শতাধিক মেশিনে কাজ করছিলেন কয়েকশ শ্রমিক। দুপুরের দিকে সেখানের ফ্রেব্রিক্স ডাস্ট থেকে হঠাৎই আগুনের ধোয়া বের হতে থাকে। এক পর্যায়ে পাশের ফ্লোরে ছড়িয়ে পড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া রাজ জানান, দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ইউনিটের সোয়া দুই ঘন্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।