গাজীপুর জেলার শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নস্হ সাধুর বাজারে আজ সোমবার ১৪ মার্চ সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য নিয়ে শুরু হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব মেলা।
বিশ্বনন্দিত মরমী সাধক,আধ্যাত্মিক জ্ঞান গুরু,মানুষ তত্ত্বের প্রবক্তা ফকির লালন সাঁইজী ভাব জগতের এক পরম মহাপুরুষ। যাঁর দাসের যোগ্য আমি নই। আরশি নগরের পড়শী “মহাত্মা ফকির লালন সাঁইজীর” স্মরনে প্রতি বছরের ন্যায় এবারও ভিন্ন আঙ্গীকে গুরু কৃপাও সাঁইজীর দয়া নিয়ে ১০ বছর পদার্পণ উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব গাজীপুর লোহাগাছিয়া “সাধুর বাজার” স্থায়ী মঞ্চে আগামী ১৪-১৫ ও ১৬ ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উদযাপন হতে যাচ্ছে।