বিরামপুর প্রেসক্লাবের কমিটি গঠনে সভাপতি হয়েছেন মোরশেদ মানিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
শুক্রবার (১১ মার্চ) আমাদের কন্ঠথর বিরামপুর প্রতিনিধি ও পজিটিভ বিডি নিউজ ২৪.ডটকম সম্পাদক মোরশেদ মানিককে সভাপতি, মাইটিভিথর বিরামপুর হিলি পোর্ট প্রতিনিধি কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও মানবকণ্ঠের মাজহারুল ইসলাম তানিমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কার্য্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সন্ধ্যায় বিরামপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও উপদেষ্টা বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু নতুন এ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে বিরামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান জানান, বিরামপুর প্রেসক্লাবের ৩৭ সদস্যর আলোচনায় সর্ব সম্মতিক্রমে নির্বাহী কমিটি, উপদেষ্টা পর্ষদ, সাধারন পরিষদ গঠন ও অবসরপ্রাপ্ত সকল সাংবাদিকগনকে আজীবন সদস্য মর্যাদা প্রদান করা হয়েছে। বিভিন্ন মহল প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানান তিনি।