বিশ্বনন্দিত মরমী সাধক,আধ্যাত্মিক জ্ঞান গুরু,মানুষ তত্ত্বের প্রবক্তা ফকির লালন সাঁইজী ভাব জগতের এক পরম মহাপুরুষ। যাঁর দাসের যোগ্য আমি নই। আরশি নগরের পড়শী “মহাত্মা ফকির লালন সাঁইজীর” স্মরনে প্রতি বছরের ন্যায় এবারও ভিন্ন আঙ্গীকে গুরু কৃপাও সাঁইজীর দয়া নিয়ে ১০ বছর পদার্পণ উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব গাজীপুর লোহাগাছিয়া “সাধুর বাজার” স্থায়ী মঞ্চে আগামী ১৪-১৫ ও ১৬ ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখে উদযাপন হতে যাচ্ছে।
উক্ত মহতি “লালন স্মরণোৎসবে” ধর্ম, বর্ণ, গোত্র, দলমত, নির্বিশেষে আত্মশুদ্ধির মহাভাব জগতের পরম শ্রদ্ধার সাথে একজন অনন্য ব্যক্তি হিসেবে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি ও চরণধূলী প্রত্যাশী।
মহতি লালন স্মরণোৎসবে সংঙ্গীত পরিবেশ করবেন বাংলাদেশের জনপ্রিয় লালন শিল্পীবৃন্দ ।।
আপনাদের উপস্থিতী ও সহযোগীতায় এই আয়োজনকে এক ভিন্ন মাত্রা দেবে বলে প্রত্যাশা রাখছি।
রোজঃ সোম,মঙ্গলবার, ও বুধবার
সময়ঃ বিকাল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত।
আঁলেক সাঁই :
ফকির খালেক সাঁই প্রতিষ্ঠাতা : “সাধুর বাজার” ও বা-ন সংগীত বিদ্যালয়,
রুপকার : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা।