শেরপুরের ঝিনাইগাতীতে পিকনিক বাসের চাপায় ইজিবাইকের যাত্রী বেবী নামে ৬ মাসের এক শিশু কন্যা নিহত ও চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে ইজিবাইকের চালক বাবুল মিয়া (৩৫), রোজিনা (৩০), ও হাসিনা (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে ১১ মার্চ শুক্রবার দুপুর সারে ১২টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে আগত ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ গামী জনি-সূচী নামে একটি পিকনিক বাস উপজেলার শালচুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রী বাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মায়ের সাথে থাকা ইজিবাইকের যাত্রী বেবী (৬) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় বাস চালক বাসটি ফেলে রেখে চম্পট দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়া উন্নতচিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ পিকনিক বাসটি আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।