অসুস্থ মেয়ে- জামাইয়ের বাসা থেকে বাড়ি ফেরা হলো না আরতী বাস্কের ঘটনা স্থলে নিহত।
৭ই মার্চ সোমবার বিকেল ৫ ঘটিকা সময় বিরামপুর উপজেলার পৌর শহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর( কলেজ বাজার বটতলি)নামক স্থানে সিরাজগঞ্জ গামী একটি আলু বোঝাই ট্রাক ভ্যানে ধাক্কা দিলে ভ্যানে থাকা আদিবাসী আরতি বাস্ক ও তার স্বামী সুনীল সহ পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আরতি বাস্ক(৪০) নিহত হয়।নিহত আরতী বাস্ক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সংমসা বাজ গ্রামের ( আহত ভ্যানে থাকা) সুনীল বাস্কের স্ত্রী।
নিহতের স্বামী সুনীল বাস্ক বলেন, সকালে নিজ বাড়ি থেকে ভ্যানযোগে তাঁরা স্বামী-স্ত্রী মিলে বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রাজবাড়িতে অসুস্থ মেয়ে জামাইকে দেখতে আসেন। মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা স্বাক্ষাত করে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বিরামপুর কলেজ বাজারে পিছন দিক থেকে একটি ট্রাক ভানে ধাক্কা দিলে আমার স্ত্রী ট্রাকের নিচে পড়ে যায়।
স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত সহকারী সার্জন ডাঃ জান্নাতুন ফেরদৌস আরতী বাস্কে মৃত ঘোষনা করেন। তবে স্বামী সুনিল বাস্কে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।
তবে ঘাতক আলু বোঝাই ট্রাক (ঢাকা- মেট্রো-ট-২৪-২৮৮৫) চালক ও হেলপার সহ আটক করে থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।