দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
৭ই মার্চ সোমবার সকালে উপজেলায় বঙ্গবন্ধু ভাস্কর চত্বরে পুষ্প অপর্নের মধ্যে দিয়ে পরে অডিটরিয়ামে( ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের ৬ আসনের এমপি শিবলী সাদিক,উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,পৌর মেয়র আক্কাস আলী, আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শিবেশ কুন্ডু,সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার,প্যানেল মেয়র আজাদ, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত, সিনিয়র সার্কেল ওহিদুন্নবী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের কর্মী গণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও পৌর মেয়র আক্কাস আলীর নেতৃত্বে ও বিরামপুর প্রেসক্লাব সহ ঢাকা মোড়ে শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প অর্পন করেন,এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আক্কাস আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সহ সভাপতি এস এম মাসুদ রানা,সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রেসক্লাবের সাংবাদিকগন সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।