গাজীপুরের কালিয়াকৈরে নয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলার ভোঙ্গাবাড়ী এলাকার পদ্মা ব্রিকস, সোনাখালীর কোনাবাড়ী ব্রিকস, সূত্রাপুরের এবিএম এন্টারপ্রাইজ, শিলাবৃষ্টি ব্রিকস, উত্তর দারিয়াপুরের কিরণ ব্রিকস, স্টার ব্রিকস, সান ব্রিকস, খাজা মইন উদ্দিন ব্রিকস ও কুমিদপুর ব্রিকস ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
একই সাথে সাত ভাটা মালিককে ছয় লাখ টাকা করে এবং এবিএম ও শিলাবৃষ্টিকে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত।
অভিযানে জেলা পরিবেশ কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন ও সহকারী পরিচালক মমিন ভূঁইয়াসহ র্যাব-পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।