গাজীপুরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে নগরীর হাবিবুল্লাহ স্মরণিতে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী।
দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যা রাখেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক কন্ঠবানী সম্পাক জানে এ আলম, পিলসুজ সম্পাদক আবু হানিফা, হাসমত আলী, দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, সাংবাদিক কামাল হোসেন বাবুল, ফজলে মমিন আকন্দ, আব্দুল মালেক মিয়া, মাসুদ রানা, এসএম হাবিব প্রমুখ। পরে কেক কেটে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।