আজ শুক্রবার (৪ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশন এরসদর মেট্রো থানাধীন মার্কাস রোডের সাহাপাড়া এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট ডায়বেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. ক.ম. মোজাম্মেল হক, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল,মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়, শামসুন নাহার ভূঁইয়া এমপি, মোঃ আসাদুর রহমান কিরণ, মেয়র (ভারপ্রাপ্ত), গাজীপুর সিটি কর্পোরেশন এবং আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সভাপতি, ডায়াবেটিক সমিতি, গাজীপুর।