দিনাজপুরের বিরামপুর-ঢাকা মহাসড়কের ( বিরামপুর-ঘোড়াঘাট) রেলগেট নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বাইক চালক কে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এসময় গুরুত্ব আহত হয় ২জন।
জানা গেছে, আজ ৪ মার্চ শুক্রবার ভোরে বিরামপুরে তিন কসাই মাংস বিক্রি করার জন্য দোকানে আসার পথে পিছন দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক এর ড্রাইভার উক্ত বাইক চালক সহ বাইকে থাকা অপর দুইজন দুজনকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনজনে ট্রাকের নিচে পড়ে যায়।
ঘটনাস্থলেই বাইক চালক (কসাই) আজিজুল ইসলাম(৬০) মারা যায়। আজিজুল ইসলাম হলেন বিরামপুর পৌর এলাকার জল কামরা গ্রামের মমতাজের পুত্র।বাকি দুইজন হলেন, বিসকিনি গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র হায়দার আলী(৩৭), জল কামরা গ্রামের মৃত কাফু উদ্দিনের পুত্র শুকুর আলী( ৪৬)গুরুতর আহত হয়।
বিরামপুর হাসপাতাল সূত্রে জানা যায়,স্থানীয় লোকজন দুজন কসাই কে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক চালক বাইকে থাকা তিন জন কসাই কে চাপা দেয়।একজন সেখনেই নিহত হন বাকী দুজন কে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।