কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নবযোগদানকৃত গাজীপুর জেলা প্রশাসক মোঃ: আনিসুর রহমান উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণের সাথে মতবিনিময় সভা করেছেন ।
মঙ্গলবার ( ১ মার্চ) সকালে উপজলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)রুবাইয়া ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, মোঃ শামসুদ্দিন খান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ ।
সভায় কাপাসিয়া বাজারের যানজট , দ্রব্যমূল্যের উর্ধগতি, মাদক, বাল্যবিবাহ, ধাধাচরকে পর্যটন কেন্দ্র করা, টোক ইউনিয়নের ডাকবাংলা মেরামত, অবৈধ ইটভাটা, ড্রামট্রাক-ট্রলি চলাচল নিরসনে বিষয়ে আলোচনা হয়।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, কাপাসিয়াকে কৃষিভত্তিক অর্থনীতিক জোন করে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন করতে হবে । এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, মানবিক ও মূল্যবোধের মাধ্যমে মানব সেবা করতে হবে। তাহলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালে উন্নত ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে কারিগরি ও দক্ষতা বাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কোহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার,কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।