ঝিনাইগাতীতে ৫নং ঝিনাইগাতী সদরের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন,উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের সংবর্ধনা দেন অতিথিরা।
প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক তার বক্তব্য নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেনকে সততা ও নিষ্ঠার সাথে পরিষদের দায়িত্ব পালন করার
নির্দেশনা দেন তিনি।সবশেষে পবিত্র কুরআন পাঠ করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।