বরিশালের উজিরপুরে সাতলায় রেলিং বিহীন জরাজীর্ণ ব্রীজ থেকে খালে পরে এক মাদ্রাসা ছাত্র হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন রেলিং বিহীন জরাজীর্ণ একমাত্র ব্রীজের উপরে ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪ টায় ২টি ভ্যানগাড়ী ক্রসের সময় ওই এলাকার মৃত মোস্তফা বালির ছেলে আঃ কাদের বালি(১২) মাদ্রাসায় পরুয়া নাবালক ছাত্র
ব্রীজ থেকে খালে পরে গিয়ে গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকা জুরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান মোঃ শাহিন হাওলার ঘটনাস্হল ছুটে যান এবং আহত শিক্ষার্থীকে স্হানীয়দের মাধ্যমে দ্রুত হাসপাতালে পাঠান। বাবা হারা হতদরিদ্র আহত শিক্ষার্থীর অবস্হা আশঙ্কাজনক। চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার জানান এক সপ্তাহ পূর্বে হারতা গ্রামের এক পথচারী ওই ব্রীজ থেকে পরে গিয়ে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়। তিনি আরো জানান ৯০ মিটার এই আয়রন ব্রীজটি ২২/২৩ বছর ধরে রেলিং বিহীন জরাজীর্ণ অবস্হায় পরে আছে। আমি নিজস্ব অর্থায়নে কিছু পাঠাতনের
ফাকাগুলি ঠিক করি। কিন্তু এছাড়া আর কোন সংস্কারের কাজ হয়নি। এদিকে ওই ব্রীজের স্টীমিট করার পরেও কোন কার্যক্রম না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আর কত মানুষের জীবন ঝড়লে ব্রীজটি নতুন করে নির্মাণ করা হবে প্রশ্ন রাখেন ইউনিয়নবাসী।
অন্যদিকে এ ভগ্নদশা নিয়ে একাধিক বার সংবাদ প্রতিবেদন প্রকাশের পরেও কোন প্রকার কন্যপাত সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষের।