কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের জলিলের প্রজেক্টের আমবাগান এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোন পাচারকারীরাকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজারস্থ উখিয়া উপজেলার রাজাপালং ইউপির জলিলের প্রজেক্টের আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। কিছুক্ষণ পর কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি আটক হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা ফায়ার করে। এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৬ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৪৪ কোটি ৪২ লক্ষ ৯৩ হাজার ৭০০ টাকা মূল্যের ১৪ লক্ষ ৮০ হাজার ৯৭৯ ইয়াবা এবং ৭০ কোটি টাকা মূল্যের ১৪কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ সর্বমোট ১১৪ কোটি ৪২ লক্ষ ৯৩ হাজার ৭০০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১২ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।