গাজীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান আজ বুধবার ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও আই সিটি অতিরিক্ত জেলা প্রশাসক অন্জন কুমার।
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ এস এম হেলাল উদ্দিন, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা গাজীপুর, অ্যাড.রিনা পারভীন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গাজীপুর সদর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আশরাফ হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা ট্রেনিং অফিসার ডাঃ সেলিম উল্লাহ, ডাঃ হেলাল আহমেদ, পোল্ট্রি ও ডেয়রী এসোসিয়েশন এর সভাপতি মোঃ বাসির উদ্দিন ও গবাদি প্রাণীর খামারী তাসলিমা নয়ন।
প্রধান অতিথি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন মৎস প্রানীসম্পদ মন্ত্রণালয়ের তত্বাবধানে
দেশের প্রতিটি জেলার ন্যায় গাজীপুর জেলা প্রাণী দপ্তর মানুষের আমিষ ও প্রোটিনের জোগান দিতে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন গবাদিপশু পালনে চিকিৎসা ও ঔষধ সরবরাহের মাধ্যমে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন দেশে যথেষ্ট পরিমান ডিম দুধ মাংশ উৎপাদনে সক্ষম হয়েছে। যা আগের তুলনায় অনেক বেশি। এছাড়া গবাদি পশু পালন করে অনেকে অর্থনৈতিক ভাবে সাবলম্বি হচ্ছেন। আলোচনা শেষে প্রদর্শীতে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী ব্যক্তিদের নগদ অর্থ ও সার্টিফিকে প্রদান করা হয়।
প্রদর্শনীতে খামিরা বিভিন্ন প্রজাতির গবাদি পশু নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও স্টলে আমিষ ও প্রোটিন, দুগ্ধজাত তৈরি নানান রকম খাদ্য প্রদর্শীত হয়।