প্রাণিসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারী বুধবার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ প্রদর্শনী’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রদর্শনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরননবী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত “প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২” এতে প্রযুক্তি ও পণ্য প্রদর্শনীসহ সর্বমোট ৩০টি স্টল প্রদর্শনীতে স্থান পায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এছাড়াও খামারীদের মাঝে উৎসাহ ও প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রাণিসম্পদ সম্পর্কে নানাবিধ চিত্র তুলে ধরে আরও বলেন এভাবেই নানান কার্যক্রমের মাধ্যমে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।পরে গরু – ছাগল ও হাস মুরগির খামারিদের প্রথম- দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে যাতায়াত খরচ ও পুরস্কার বিতরন করা হয়।