নীলফামারীর সৈয়দপুরে পাথর বোঝায় করা চলন্ত কাভার্ড ভ্যানের চাকাই পিষ্ট হয়ে এক শিশুর পা চুরমার হয়ে গেছে। শিশুটির নাম মুসকান (৫), সে নার্সারীতে পড়ে। ঘটনাটি রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে ঘটে। শিশুটিকে মুমুর্ষ অবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
*
উপস্থিত লোকজন জানায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশন হতে ইফাদ অটোজ লি: এর পাথর বোঝায় করে একটি কাভার্ড ভ্যান খুব দ্রুত গতিতে যাচ্ছিল । কবরস্থান গেটের ওখানে একটি ভ্যান থেকে নেমে শিশু ও শিশুর মা পারপার হচ্ছিল ঠিক তখনি কাভার্ড ভ্যানটি শিশুকে স্বজরে ধাক্কা দেয় এতে শিশুর পা বড় দুই চাকাতে আটকে পড়ে এবং তার একটি পা ক্ষতবিক্ষত হয়ে যায়। গাড়ীতে কোন নম্বরপ্লেট না থাকলেও সাইডে ইঞ্চিন ও চেচিস নম্বর লেখা (ch: MH1HTYC5JRCY1339 ও Eng: JCHZ424437)।
শিশুটির বাবা মো. জালাল পেশায় পেকাআপ চালক। তিনি জানান, আমরা দিন আনে দিন খায়। আমার আদারের বাচ্চাটি চিকিৎসা নিয়ে খুব চিন্তায় আছি। বর্তমানে একটি পা অকেজো প্রায়।
ঘটনার পর পরই ক্ষুদ্দ এলাকাবাসী কাভার্ড ভ্যানটি আটক করে।
এলাকাবাসী অভিযোগ করেন এমনিতে এই রাস্তার বেহাল দশা তার উপর দিন রাত পাথর বোঝাই করা বড় বড় ট্রাকের দ্রুতগতিতে ছুটে চলছে