কক্সবাজারে ভালোবাসা দিবসে জনগণের মাঝে লাল গোলাপের সঙ্গে জন্ম নিবন্ধন উপহার দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বসন্তের প্রথম দিনে চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। সোনার হরিণ হয়ে ওঠা জন্ম নিবন্ধন কার্ড চেয়ারম্যান নিজ হাতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
বিষয়টিকে জনপ্রতিনিধিদের জবাবদিহির বাস্তবায়ন বলে মনে করছেন সুধীসমাজের লোকজন।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ভালোবাসা দিবসটিতে এই ব্যতিক্রমধর্মী ‘সেবামূলক ভালোবাসাথর আয়োজন করেন। একটি করে লাল গোলাপ আর জন্ম নিবন্ধন কার্ড নিয়ে তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। হঠাৎ করে নিজ এলাকায় ফুল আর জন্ম নিবন্ধন হাতে নবনির্বাচিত চেয়ারম্যানকে কাছে পেয়ে বিস্মিত হয় সাধারণ মানুষ।
হলদিয়া পালং ইউনিয়নের সিকদারপাড়ার কফিল উদ্দিন সিকদার বলেন, ‘ভালোবাসা দিবসে চেয়ারম্যান নিজে ফুল আর জন্ম নিবন্ধন নিয়ে আমার কাছে আসবেন, তা কল্পনাই করিনি। জনগণের প্রতি একজন চেয়ারম্যানের এই ভালোবাসা দেশের অন্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ‘
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সরোয়ার কামাল বাদশা বলেন, ‘আজ ১৪ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এক হাতে গোলাপ এবং আরেক হাতে ৩০০ জন্ম নিবন্ধন নিয়ে আমাদের এলাকায় আসেন এবং বিতরণ করেন।
যুবলীগ নেতা চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, আমারা জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা, জনগণের সেবা করা। ভালোবাসা দিবসটি আমার ইউনিয়নের জনগণের সঙ্গে সেবা ও ভালোবাসা দিয়ে পালন করছি।