প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়ন পরিষদ ০৩নং বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে তানোর থানা পুলিশের আয়োজনে বিল্লী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃখাদেমুন নবী বাবু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি)কামরুজ্জামান মিয়া।
এ সময় ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক মুক্ত সমাজ গঠন করতে পারবে না, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তানোর থানা ওসি তদন্ত কর্মকর্তা উসমান গণি,কলমা ইউনিয়ন এর বিট ইনচার্জ হাফিজুল ইসলাম প্রমুখ।